আরও সাতটি দেশের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করলেন ট্রাম্প
আরও সাতটি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশে এই চিঠি পাঠিয়েছেন। গত সোমবার তিনি ১৪টি দেশকে চিঠি দেন। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে মোট ২১টি দেশের জন্য নতুন পাল্টা শুল্ক হার নির্ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প।