মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

সংগঠন সংবাদ বিভাগের সব খবর

ঢাকার নামকরণ

ঢাকার নামকরণ

এলাহাবাদের প্রয়াগে প্রাচীনতর অশোকস্তম্ভের গায়ে পরবর্তীকালে সম্রাট সমুদ্রগুপ্তের (৩৫০-৩৭৬খ্রি.) দিগ্বিজয়কাহিনী বর্ণিত হয়েছে সমুদ্রগুপ্তের সমকালীন মহাদণ্ডনায়ক ও কবি হরিষেণ-রচিত প্রশস্তিতে। উৎকীর্ণ এই প্রশস্তি-লিপিতে সমুদ্রগুপ্ত কর্তৃক বিজিত পাঁচটি প্রত্যন্ত রাজ্যের নাম হলো সমতট, ডবাক, কামরূপ, নেপাল ও কর্তৃপুর। অনেক ইতিহাসবিদ এই ডবাক (ডবক বা দবক) এবং ঢাকাকে অভিন্ন বলে মনে করেন। আসামের নওগাঁ জেলার মধ্যে ডবাকের অবস্হান বলে কেউ কেউ মনে করলেও যৌক্তিকভাবে তা মেনে নেয়া কষ্টকর। কারণ যে রীতিতে নামগুলো সাজানো, তাতে ঢাকাকে ডবাকের সমার্থক শব্দ বলে মেনে নেয়া কষ্টকল্পিত হয় না । কর্তৃপুরের অবস্হান নিয়েও ঐতিহাসিকগণ ভুল করেছেন বলে সন্দেহ হয়।

মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪, ২৩:৪৫