ডায়াবেটিস রোগীরা কেন দাঁত ও মাড়ির রোগে ভোগেন?
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে দাঁত ও মাড়ির নানা রোগের ঝুঁকিতে পড়েন রোগীরা। কারণ ডায়াবেটিসের সঙ্গে দাঁত, মাড়ি ও মুখের নানা রোগের সম্পর্ক আছে। মূলত ডেন্টাল ক্যারিজ, মাড়ির রোগ, মুখে বিভিন্ন ধরনের সাদা ঘা, দাঁতের ক্ষয়, প্রদাহ,সিস্ট, মাড়ির টিউমার, জিনজিভাইটিস, পেরিয়ডোনটাইটিস, আঁকাবাঁকা দাঁত ইত্যাদি বিভিন্ন সমস্যার সঙ্গে রক্তের শর্করার নিবিড় সম্পর্ক আছে।