শুক্রবার   ১১ জুলাই ২০২৫ || ২৬ আষাঢ় ১৪৩২

প্রকাশিত : ০৫:৩৯, ২ মে ২০২০

করোনার চিকিৎসায় ‘রেমডেসিভির’ প্রয়োগের অনুমোদন যুক্তরাষ্ট্রে

করোনার চিকিৎসায় ‘রেমডেসিভির’ প্রয়োগের অনুমোদন যুক্তরাষ্ট্রে

মহামারি করোনাভাইরাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শুক্রবার এ অনুমোদন দেয়। খবর সিডনি মর্নিং হেরাল্ড

এর আগে জিলেড সায়েন্সেসের পরীক্ষামূলক অ্যান্টি ভাইরাল ড্রাগটির ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে রেমডিসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্রের সরকারের সংক্রামণ ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলছেন, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তটা অনেকটা ১৯৮৬ সালের মতো, যখন এইচআইভির ওষুধের জন্য আমরা সংগ্রাম করছিলাম এবং হাতে কিছুই ছিল না। এখন এটি সেবার একটা মানদণ্ড তৈরি হবে।

ইবোলার চিকিৎসার জন্য তৈরি হয়েছিল রেমডিসিভির। যদিও রোগটির বিরুদ্ধে এ ওষুধের সুফল মেলেনি। তবে এই ওষুধ করোনায় মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কি-না তা প্রমাণিত হয়নি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ