মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:৩৭, ৪ জুন ২০২০

হাতি হত্যাকাণ্ডে বলিউডের তারকাদের ক্ষোভ

হাতি হত্যাকাণ্ডে বলিউডের তারকাদের ক্ষোভ

বাজিভর্তি আনারস খাইয়ে গর্ভবতী হাতিকে হত্যার প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। এই মা হতে চলে হাতিটির মৃত্যু মেনে নিতে পারছেন না মানবিকতা সম্পূর্ণ মানুষেরা। ঘটনাটা ঘটেছিলো কেরলের মনপ্পুরমে। এক গর্ভবতী ক্ষুধার্ত হাতি গ্রামে এসেছিলো খাবারের খোঁজে। গ্রামের কিছু মানুষ আতশবাজি ভরা একটি আনারস খাওয়ায় তাকে।

আনারস খেতে না খেতেই মুখের ভেতর ফুটতে তাকে বাজি। রক্তাক্ত হয়ে যায় হাতির মুখ। যন্ত্রতায় একটা জলাশয়ে নেমে পড়ে হাতিটি। সেখানেই তার মৃত্যু হয়। তার গর্ভের বাচ্চাটির আর পৃথিবীর আলো দেখা হয় না।

এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের তারকারাও। বলিউড নায়ক বরুণ ধাওয়ান হাতির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা ভাবি একদিন শয়তানকে দেখতে পাব যার মাথায় দুটি শিং রয়েছে। কিন্তু চারপাশে নজর রাখলেই অনেক শয়তান দেখা যায়। হাতিটির ১৮-২০ মাস বাদে সন্তান প্রসব করার কথা ছিল। সে আহত হওয়ার পরেও কারোর ওপর হামলা করেনি। শুধু নদীতে দাঁড়িয়েছিল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য।’

রণদীপ হুদা লিখছেন, ‘একটি গর্ভবতী হাতিকে এভাবে হত্যা করার মতো অমানবিক ঘটনা আর হয়না। এটা মেনে নেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

আনুশকা শর্মা বলেন, ‘এইজন্যই পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কঠিন আইন হওয়া উচিত।’
শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘কিভাবে এমন একটা ঘটনা ঘটতে পারে? কিভাবে? মানুষের কি হৃদয় বলে কিছু নেই? আমার এসব দেখে হৃদয় ভেঙে গিয়েছে। অপরাধীদের শাস্তি চাই।’

আলিয়া ভাট লিখছেন, ‘সাংঘাতিক! ওদের হয়ে আমাদেরকেই সরব হতে হবে। এটা কি কোন মজার জিনিস! হৃদয় ভেঙ্গে গিয়েছে।’

কেরলের মনপ্পুরম এর একজন বনকর্মী সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রথম তুলে ধরেন। বনদপ্তরের আধিকারিক সোশ্যাল মিডিয়া পোস্ট লিখেছেন,‘হাতিটি আমাদের বিশ্বাস করেছিল। আনারস খাওয়ার পর যখন তা ফেটে যায় আমি নিশ্চিত ও নিজের কথা ভাবেনি। ও তখন নিজের গর্ভস্থ সন্তানের কথা ভাবছিল।’

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...