শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৩৯, ২৭ মে ২০২০

স্বাস্থ্যসেবা বিভাগে আসছেন নতুন সচিব!

স্বাস্থ্যসেবা বিভাগে আসছেন নতুন সচিব!

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার দায়িত্বে থাকা প্রশাসনিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব পদে পরিবর্তন আনতে পারে সরকার। নতুন সচিব আসতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি। এতে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে সরিয়ে দেয়া হতে পারে। তবে তাকে সরিয়ে কোথায় দেয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেতে পারেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান।

বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা আবদুল মান্নান। তিনি চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থাকার সময় সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব নিয়োগের বিষয়ে পলিসিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।’

করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চিকিৎসাব্যবস্থা ও মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা নিয়ে সমলোচনার ঝড় উঠে। এতে বিভিন্ন মহল থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসেবা সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের দাবি উঠে।

নতুন স্বাস্থ্যসেবা সচিব নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, ‘নতুন সচিব নিয়োগ দিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। জারি হলে আপনারা জানতে পারবেন।’

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু