বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ২১ নভেম্বর ২০১৮

স্কুলে ভর্তি পরীক্ষা ভোটের আগেই

স্কুলে ভর্তি পরীক্ষা ভোটের আগেই

ভোটের আগেই অনুষ্ঠিত হতে পারে সরকারি হাইস্কুলের ভর্তি পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) এ বিষয়ে অনুমোদন চাওয়া হয়েছে। উল্লিখিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করার অনুমতি দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনে ইসির অনুমোদন চেয়ে আমরা গত বৃহস্পতিবার চিঠি দেই। এ বিষয়ে আমাদের এখনো কিছু জানানো হয়নি। তবে ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা ও লটারি আয়োজন করতে সব প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা আয়োজন করার অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইসিতে চিঠি দেয়া হয়। যেহেতু স্কুলে ভর্তি পরীক্ষা আয়োজন করা একটি মৌলিক বিষয়, আর এ সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসি’র কোনো কর্মসূচি নেই। সেহেতু ১৭ থেকে ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজন করার অনুমোদন দিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক অধ্যাপক আবদুল মান্নান বলেন, ইসির নির্দেশনামতো বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। যেহেতু ৩০ ডিসেম্বর ভোট হবে। তাই আগের নির্ধারিত সময়সূচিতে পরীক্ষা নেয়ার সুযোগ আছে। এই কথাটি উল্লেখ করেই ইসির কাছে অনুমতি চাওয়া হয়েছে।

তিনি বলেন, ইসি থেকে অনুমতি দেয়া হলে, আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা ও ২০ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারির আয়োজন করা হবে। প্রথম শ্রেণির লটারির ফলাফল সেদিনেই প্রকাশ করা হবে। আর পরীক্ষার ফল ডিসেম্বরের শেষের দিকে অনলাইনে প্রকাশ করা হবে।

 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ