শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:৫২, ২১ অক্টোবর ২০১৯

সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ৩

সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনে-দুপুরে বাড়ীতে-হামলা চালিয়ে মারপিট,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি উপজেলার ধুবনী গ্রামে ঘটেছে।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলার খামার ধুবনী গ্রামের মৃত আছর উদ্দিন আকন্দের ছেলে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকদের মারপিট করে।

এতে ৪/৫ জন আহত হয়। এছাড়াও মহিলাদের শ্লীলতাহানী করে আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। ওই সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে গিয়ে বাড়িটি ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ হামলাকারীদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন ধুবনী কঞ্চিবাড়ী গ্রামের গোলাম রব্বানীর ছেলে এমিল সাদেকীন (২৭), মৃত-আব্দুর রহমানের ছেলে সবুজ মিয়া (২১) ও হায়দার আলীর ছেলে বেলাল হোসেন (২০)। হামলায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস ছোবাহান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চালানো হচ্ছে ‘

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু