বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৯:১৬, ১৫ জুলাই ২০২০

সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যাদূর্গত ৮৪ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বটতলা দাখিল মাদ্রাসা মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়। জিআর বরাদ্দের আওতায় বন্যাদুর্গত পরিবারগুলোকে ১০ কেজি করে চাল, চিরা, গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ, ইউপি সদস্য সানোয়ার হোসেন বাবু ও ইউপি সচিব আলতাফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৮টি ইউনিয়নের অন্তত ৪৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ১০ মে.টন চাল ও নগদ ৫০ হাজার টাকার শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এখনো পানিবন্দি অনেক পরিবার খাদ্য সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ