শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৪:৪২, ১৯ মে ২০২০

সুন্দরগঞ্জে গরীব কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগ

সুন্দরগঞ্জে গরীব কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগ

করোনার প্রভাবে শ্রমিক ও আর্থিক সংকটে ভুগছেন প্রান্তিক কৃষকেরা। এমন পরিস্থিতিতে চিন্তিত প্রান্তিক কৃষকের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যােগে গরীব কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তাঁরা।

সোমবার (১৮ মে) দুপুর উপজেলার পশ্চিম বেলকা গ্রামের দরিদ্র কৃষক গোলাম আযমের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ফরহাদের নেতৃত্বে ওই কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন তাঁরা।

জানা গেছে, করোনার প্রভাবে শ্রমিক সংকটে ভুগছিলেন ওই কৃষক। কোথাও শ্রমিক না পাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের সাথে যোগাযোগ করেন। তার কেটে দেয়ার আশ্বাস দেন। এরপর সকালে গিয়ে ১০-১২ জন নেতা-কর্মী ওই কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা সজিব মন্ডল, আসাদ, অন্ত, মশিউর, নাহিদ, আরিফ, তারাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জয় ও রিপন সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ফরহাদ বলেন, জেলা ছাত্রলীগের সভাপতির নির্দেশনা অনুযায়ী আমরা ওই গরীব কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমরা সব সময় প্রান্তিক কৃষকের পাশে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ