মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:১৯, ২৬ জুন ২০২০

সাদুল্লাপুরে চিকিৎসার নামে প্রতারনার অভিযোগে কবিরাজ গ্রেফতার

সাদুল্লাপুরে চিকিৎসার নামে প্রতারনার অভিযোগে কবিরাজ গ্রেফতার

করোনা রোগীর চিকিৎসা দেয়ার নামে প্রতারনার অভিযোগে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুরে তান্ত্রিক কবিরাজ আঙ্গুর ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত আঙ্গুর দক্ষিন ফরিদপুর ইউনিয়নের মৃত ওমর উদ্দিনের ছেলে। সে দীঘদিন থেকে বিভিন্ন কবিরাজী ও তান্ত্রিক চিকিৎসা করে আসছিল। সম্প্রতিক করোনা ভাইরাসের মহামারীতে অসহায় ও গ্রামের সাধারন মানুষকে করোনা রোগের চিকিৎসা দেওয়ার নামে বিভিন্ন গাছের ডাল ও পানি পড়া দেয়া কথা বলে টাকা হাতিয়ে নিতো । এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সাংবাদিকদের বলেন ,কথিত কবিরাজ আঙ্গুর ব্যাপারী দীঘদিন থেকে সাধারন মানুষের সাতে প্রতারনা করে আসছিল এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়