বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:৩০, ৭ জুলাই ২০২০

সাদুল্লাপুরে গাছের ডালে চাপা পড়ে এক শিশুর মৃত্যু

সাদুল্লাপুরে গাছের ডালে চাপা পড়ে এক শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামে ইউক্লিপটার(আকাশমণি) গাছর নিচে চাপা পড়ে মাসুম(১১) নামে এক শিশু মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামের মোস্তফার ছেলে মাসুম বাড়ীর পাশে গাছ কাঁটা দেখতে যায়।

এসময় বাড়ীর পাশে কয়েকজন কাঠ কাঠুরে করাত দিয়ে গাছ কাটতেছিল,গাছ কাঁটা স্থান হতে ৫/৬ ফুট দূরে অবস্থান করছিল মাসুম। এরপর গাছ সম্পূর্ণ কাঁটা হলে মাসুমের শরীরের উপরে চাপা পড়ে মাথা ও শরীরের আঘাতপ্রাপ্ত হয় এরপর শিশুটির কান, মুখ দিয়ে রক্ত বের হয়।

এমন পরিস্থিতিতে কাঠুরিয়ারা ভয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ স্থানীয় জনগণ মাসুমকে উদ্ধার করে অটো যোগে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘনা করেন।

আরো জানা যায়,গাছগুলো গাছ মালিক আলহাজ্ব আফছার আলীর ছেলে শফিউল,আনিছুর ও শফিকুল ২৬০০০০/ (দুই লক্ষ ষাট হাজার) টাকা বিক্রি করেন সোনাইডাঙ্গার গাছের ব্যাপারী মাজেদের কাছে।আবার মাজেদ সেই গাছ বিক্রয় করেন তুলশীঘাটের গাছের ব্যাপারী বক্কর ,রিমন,মাহাবুর নিকট।

এবিষয়ে জানতে চাইলে নিহতের ভাবী সার্জিনা বলেন - মাসুম সকালে উঠে মুখ ধুয়ে কাঠাল খেয়ে শাপলা ফুল তুলে এনে মালা গেঁথে চায়।আমি মালা গেঁথে দিলে গলায় পড়ে খুশিতে বেড়িয়ে যায়। এর কিছুক্ষন পরে চিৎকার শুনতে পাই মাসুম গাছের নিচে চাপা পড়েছে।

প্রত্যক্ষদর্শী বাবু বলেন- আমি একটু ফাঁকে ছিলাম গাছ পড়ার একটু পর চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর রক্তমাখা মুখ দেখে প্রথমে চিনতে পারিনি। পরে চিনেছি এবং অটোভাড়া করে চিকিৎসার জন্য পাঠাইছি।

নিহতের মা বুক চাপড়ে চিৎকার করে বলেন - মোর বাবাকে এনে দাও। মোর বাবাকে যারা মেরে ফেলছে তার ফাঁসি চাম।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন- নিহত মাসুমের বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এবিষয়ে অসাবধানতাবশ্বত হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহত মাসুমের বাবা মোস্তফা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...