বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:১০, ২৭ অক্টোবর ২০১৯

সাদুল্লাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সাদুল্লাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

গাইবান্ধার সাদুল্লাপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এতে উপজেলার সকল ইউনিয়ন কমিউনিটি পুলিুশিং সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীজন অংশ নেন।

থানা চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নবী নেওয়াজ ও সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা কেক কেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে সাদুল্লাপুর কমিউনিটি পুলিশিং হলরুমে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির আহবায়ক প্রভাষক আব্দুল জলিলের সভাপতিত্বে অলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর সরকারী কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান খন্দকার, প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, কামাড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল আলম প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক মাহমুদুল হক মিলন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ শফিউল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুনুর রশিদ, নাগরিক কমিটির সভাপতি প্রভাষক এবিএম হান্নান, জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, উপজেলা ওর্য়াকাস পার্টির সভাপতি কামরুল ইসলাম, দামোদরপুর ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, সাধারণ সম্পাদক কুশ ধজ্ব প্রামানিক, প্রধান শিক্ষক এনশাদ আলী ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ