শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪৫, ৭ জুলাই ২০২০

সাঘাটায় ৪টি নির্মাণ কাজের উদ্বোধন করেন-ডেপুটি স্পীকার

সাঘাটায় ৪টি নির্মাণ কাজের উদ্বোধন করেন-ডেপুটি স্পীকার

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে প্রযুক্ত হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র সাঘাটা এর ভিত্তির প্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।

এ সময় জেলা নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোকছেদুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা দুদু, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সাঘাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, হারুন-অর-রশিদ, আব্দুল মোমিন, ঠিকাদার আব্দুর রউফ মিয়া, সামীম মিয়া, ছানা মিয়া প্রমুখ।

এছাড়াও ওই দিন বলিয়ারবেড়-কামালেরপাড়া ফলিয়া পাকা রাস্তায় ৯৬ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর, বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূণর্বাসন প্রকল্পের আওতায় হেলেঞ্চা-বাটি রাস্তার ২০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, ও শিমুলবাড়িয়া মাদ্রাসার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ