শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:৫৯, ৩০ নভেম্বর ২০২০

সাঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা যাচাইবাছাই অনুষ্ঠিত

সাঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা যাচাইবাছাই অনুষ্ঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, ৭১ সাালের মুক্তিযোদ্ধের আত্ম ত্যাগের হৃদয় বিদারক স্মৃতির কথা আজ মনে পরে হানাদার বাহিনী সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় অগ্নিসংযোগ, গুলি বর্ষন, ধবংসযজ্ঞ ও হত্যাকান্ড চালিয়ে অনেকের মায়ের কোল খালি করেছে। যারা বেছে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সামাজিক মর্যদা বৃদ্ধি সহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আজ গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কালে এ কথা বলেন।

এ সময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ,উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দীন জাহাঙ্গীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা আ.লীগের সভাপতি নাজমুল হুদা দুদু ও সহ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির নেতৃবৃন্দ ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ