শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:২৫, ১৮ জানুয়ারি ২০২০

সন্ধ্যার আগে আসছে বজ্রসহ বৃষ্টি

সন্ধ্যার আগে আসছে বজ্রসহ বৃষ্টি

মাঘের শুরুতেই কমলো শীতের দাপট! আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সন্ধ্যা ৬ টার মধ্যে রংপুরের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঢাকাসহ বেশিরভাগ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা বাড়বে। তবে রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে বিকেল থেকে মাঝারি কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃষ্টিপাত হয়েছে ১ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। পরবর্তী দুই দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ