বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:৩৪, ৩০ এপ্রিল ২০২০

সংকটময় পরিস্থিতিতেও স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভে

সংকটময় পরিস্থিতিতেও স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অচল হয়ে পড়েছে বিশ্ব। ফলে অনেকটাই স্থবির সারা বিশ্বের অর্থনীতি। তবে সংকটময় এ পরিস্থিতিতেও বিভিন্ন সংস্থার সহায়তা ও অনুদানের কারণে দেশের  বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

করোনা মোকাবিলায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সংকট কাটাতে ঘোষণা করেছে বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজ। আর এর মধ্যে সুসংবাদ বয়ে আনছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন বা ৩ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক, জাইকা ও আইএমএফের ঋণ এসেছে। পাশাপাশি কিছু অনুদান এসেছে জাতিসংঘ থেকেও। ডলার বিক্রির পরেও  বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে।

চীনসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে আমদানি ব্যাপক হারে কমে যায়। আর রেমিট্যান্স ও রফতানিতে ভালো প্রবৃদ্ধি থাকায় ব্যাংকগুলোর হাতে প্রচুর উদ্বৃত্ত ডলার জমা হয়। সে সময়ে ব্যাংকগুলো থেকে ডলার কেনায় গত ১ মার্চ রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। তবে দু-একদিন না যেতেই রিজার্ভ আবার ৩২ বিলিয়ন ডলারের ঘরে নামে। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, করোনা মহামারির এ সংকটময় সময়েও চলতি মাসের ২৭ এপ্রিল এ রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে। এর আগে ২০১৭ সালের জুনে সর্বোচ্চ তিন হাজার ৩০০ কোটি ডলার রিজার্ভ অতিক্রম করেছিল। এরপর দীর্ঘদিন ৩১ থেকে ৩২ বিলিয়ন ডলারে ওঠানামা করেছে রিজার্ভ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ