বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৩:০৩, ৮ নভেম্বর ২০২০

শিশুর চুলের যত্নে বাবা মায়ের করনীয়

শিশুর চুলের যত্নে বাবা মায়ের করনীয়
  • শিশুর মাথয় ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গোসলের কোন বিকল্প নেই । শিশুকে হালকা গরম পানিতে গোসল করালেও মাথা ধোয়ানোর সময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে ।শিশুর মাথায় খুকুশি হলে তা ভালো হয়ে যাওয়ার আগ পর্য্ন্ত শিশুর চুলে তেল দেওয়া থেকে বিরত থাকতে হবে ।শিশুর মাথায় পানি ঢালতে হবে আস্তে আস্তে আর আঙ্গুল দিয়ে শিশুর চুল আঁচড়ানোর মত করে শিশুর মাথায় ত্বক পরিষ্কার করে দিতে হবে ।
  • বাবা মায়ের শিশুর চুল আঁচড়ানোর দিক ভালোভাবে খেয়াল রাখতে হবে ।গরমে শিশুর হেয়ার স্টাইল এমন হওয়া উচিৎ যাতে শিশুদের জন্য আরামদায়ক হয় ।শিশুর যে স্টাইলে স্বাচ্ছন্দ্যবোধ করে এমন কটাই দেওয়া ভালো ।
  • ছোট শিশুরা সবসময় খেলাধুলা আর দেীড়াদেীড়াতে মেতে থাকে ।তখন ধুলাবালি লেগে যায় বেশি ।চুলের সেীন্দর্য্ বজায় রাখতে চুল ভালোভাবে শিশুদের উপযোগী শ্যাম্পু দিয়ে ধুতে হবে ।বাচ্চাদের চুলে প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই ।বেশির ভাগ ক্ষেত্রে সপ্তাহে একদিন শ্যাম্পু করানোর যথেষ্ট ।
  • শিশুদের তেলের ব্যবহারের ক্ষেত্রে বাড়তি যত্ন নিতে হবে ।সব ধরনের তেল শিশুদের জন্য উপযোগী নয় ।বাচ্চাদের মাথায় একট্রা ভার্জিন গ্রেড নারকেল তেল অল্প পরিমানে ব্যবহার করতে পারেন ।তবে সরিষার তেল ব্যবহার করা উচিৎ নয় ।
  • শিশুদের চুলের ও মাথার ত্বকের যন্তে বাবা মার সবসময় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ্ নিতে হবে । বাচ্চাদের জন্য সাবান , শ্যাম্পু ,ও তেল ব্যবহারের আগে ‍শিশু বিশেষ জ্ঞের পরামর্শ্ নিতে হবে ।এছাড়াও শিশুর চুলে চুলকানি বা র‌্যাশ হলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে ।তেল বা শ্যাম্পুতে সমস্যা হলে এগুলের ব্যবহার বন্ধ করে দিতে হবে ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ