শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:১৭, ১৫ ডিসেম্বর ২০১৮

লেগে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

লেগে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট চলছে গত কয়েক দিন ধরে। মেঘনা টোল প্লাজা থেকে মহাসড়কের দুই প্রান্তে এ যানজট কখনো বাড়ছে কখনো কমছে। যানজটের কারণ হিসেবে মেঘনা সেতুর টোল আদায়ে ধীরগতি, হাইওয়ে পুলিশের গাফিলতি ও মেঘনা ও কাঁচপুর সেতু এলাকায় নতুন দুটি সেতুর কাজ চলাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এ রাস্তায় গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে যানজট অনেকাংশে বেড়ে গেছে। যানজটের কবলে পড়ে কয়েক হাজার পরিবহন যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রচণ্ড যানজটের কারণে অনেক যাত্রীকে বাধ্য হয়ে তাদের পরিবার- পরিজন নিয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। যাত্রীদের অভিযোগ, সেতুর টোল আদায়ে গতি বাড়ালে এ যানজট অনেকাংশে কমে যেত। যদিও তাতে কোনো আগ্রহ নেই কর্তৃপক্ষের। যানজট মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর হয়ে মেঘনা টোল প্লাজা এবং অপর প্রান্তে দাউদকান্দি সেতু থেকে গৌরিপুর এলাকা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি বলে যাত্রীদের অভিযোগ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ