শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৩৯, ২০ ডিসেম্বর ২০২০

যে ভালো কাজের প্রতিদান খুব দ্রুত পাওয়া যায়

যে ভালো কাজের প্রতিদান খুব দ্রুত পাওয়া যায়

সব ভালো কাজকে আরবিতে নেক আমল বলা হয়। আর নেক আমল করলে বিনিময়ে সাওয়াব বা প্রতিদান পাওয়া যায়। অনেক সময় নেক আমল বা দোয়ার প্রতিদান যথা সময়ে পাওয়া যায় না। কিন্তু এমন কী নেক আমল রয়েছে যার সাওয়াব বা প্রতিদান পেতে দেরি হয় না।

হ্যাঁ, নেক আমল বা ভালো কাজের মধ্যে এমন একটি আমল বা কাজ আছে, যা যথাযথভাবে আদায় করলে দ্রুত সাওয়াব বা প্রতিদান পাওয়া যায়। হাদিসের বর্ণনা অনুযায়ী তাহলো-
‘আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।‘

আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির আবেদন দ্রুত আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে এসেছে-
- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি চায় যে, তার আয়-রোজগারে (জীবিকায়) প্রশস্ত হোক এবং তার মৃত্যু বিলম্বে হোক; তবে সে যেন আত্মীয়-স্বজনের সঙ্গে উত্তম ব্যবহার করে।’ (বুখারি-মুসলিম)

আল্লাহ তাআলা মানুষকে প্রতিদিনই রিজিক দেন। হায়াত বা আয়ুতে বরকত দান করেন। আর এ দুটিই মানুষের জীবনের চলমান ঘটনা। আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণেই বান্দা উত্তম জীবিকা ও সুস্থ্য জীবন লাভ করে। হাদিসের অন্য বর্ণনায় এসেছে-
- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা তোমাদের বংশ পরিচয় শিখে নাও; তবে আত্মীয়-স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে। কেননা আত্মীয়তার সম্পর্ক আপনজনের মধ্যে সুসম্পর্ক-সম্প্রীতি, ধন-সম্পদের মধ্যে বরকত এবং হায়াতে (আয়ুতে) দীর্ঘজীবি হওয়ার উপলক্ষ্য হয়।’ (মুসনাদে আহমাদ, বায়হাকি, তিরমিজি ও মিশকাত)

- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘গোপনে দান প্রতিপালকের রাগ দূর করে দেয়। আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখায় হায়াত (আয়ু) বেড়ে যায়। আর পুণ্যেরকাজ সবধরনের খারাজ মৃত্যু থেকে হেফাজত করে।’ (বায়হাকি)

উল্লেখিত হাদিসের আলোকে এ বিষয়টি সুস্পষ্ট যে, আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখার মাধ্যমেই মানুষ দ্রুত প্রতিদান লাভ করেন। বিভিন্ন অপরাধের কারণে গোনাহগার হওয়া সত্ত্বেও আত্মীয়তার বন্ধন ঠিক রাখার কারণে ধন-সম্পদ, আয়-রোজগার এবং হায়াতে বরকত লাভ করে থাকেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মতো ভালো কাজ যথাযথভাবে ঠিক রাখার তাওফিক দান করুন। দ্রুত প্রতিদান বা সাওয়াব লাভের তাওফিক দান করুন। ধন-সম্পদ, আয়-রোজগার ও হায়াতে বরকত লাভের তাওফিক দান করুন। আমিন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু