শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১

যুক্তরাষ্ট্রে বন্দুক আইনে পরিবর্তন আসছে: বাইডেন

যুক্তরাষ্ট্রে বন্দুক আইনে পরিবর্তন আসছে: বাইডেন

যুক্তরাষ্ট্রে বন্দুক আইন বদলের কথা জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে কংগ্রেসে বিল আনা হবে বলে জানিয়েছেন স্পিকার। রোববার ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুকধারীর হামলার তিন বছর পূর্তিতে এ কথা জানা তিনি। সেদিনটিকে স্মরণ করে বাইডেন বলেন, কংগ্রেসের কাছে অনুরোধ, বন্দুক আইন সংশোধনের বিল নিয়ে আসা হোক পার্লামেন্টে। খবর ডয়েচে ভেলের।

যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে ১২১টি বন্দুক থাকে৷ সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে এমন দেশের তালিকায় শীর্ষে এই দেশ৷

দেশটিতে বন্দুকধারীদের হামলার পৈশাচিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে সংবাদমাধ্যমে খবর আসে৷ এ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন৷ অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ও ছিল৷

বাইডেনের দাবি, তার সরকার পরবর্তী বন্দুক হামলার জন্য অপেক্ষা করবে না। যত দ্রুত সম্ভব বন্দুক আইন বদলের চেষ্টা করবে। আমেরিকার নিয়ম অনুযায়ী, আইন বদল করতে হলে প্রথমে তা কংগ্রেসে আনতে হবে। সেখানে বিল পাস হলে তা যাবে সিনেটে।

সিনেট সেই বিলকে ছাড়পত্র দিলে তবেই প্রেসিডেন্ট সই করে বিলকে আইনে পরিণত করতে পারেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ