মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:৫৪, ১৬ অক্টোবর ২০১৯

যানজট নিরসনে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ,সর্বমহলে প্রশংসা

যানজট নিরসনে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ,সর্বমহলে প্রশংসা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরে যানজট নিরসনে জন্য উপজেলা প্রশাসনের পদক্ষেপ ও উদ্যোগকে সর্বমহল থেকে স্বাগত এবং প্রশংসা জানিয়েছেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজের বরাত দিয়ে উপজেলা সদরে এই পদক্ষেপ ও উদ্যোগের কথা মাইকিং করা হয়।

মাইকিং এর ঘোষনায় জানা যায়, গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিন্ধান্ত অনুসারে সাদুল্লাপুর উপজেলা সদরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে উপজেলা সদরের চৌমাথা সাবেক এমপি আবু তালেব চত্বর (থানামোড়) এলাকার চারপাশে ২০০ গজের মধ্যে কোন প্রকার যানবাহন দাঁড় করানো যাবে না। এমনকি এই এলাকার মধ্যে কোন যানবাহনের যাত্রী উঠা ও নামানো যাবে না। কোন প্রকার মালামালও লোড-আনলোডও করা যাবে না। 

ঘোষনায় আরও জানানো হয়, এখন থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে চলাচল করা সকল যানবাহন উপজেলা খাদ্য গুদাম (এলএসডি) সংলগ্ন জায়গায় যাত্রী উঠা ও নামানো করবে।

সাদূল্লাপুর-নলডাঙ্গা সড়কে চলাকারী যনবাহন উপজেলা ভুমি অফিস সংলগ্ন এলাকায়, মাদারগঞ্জ-সাদুল্লাপুর সড়কে চলাচলকারী যানবাহন পশ্চিপাড়া তালেরতল ও ধাপেরহাট-সাদুল্লাপুর সড়কে চলাচলকারী যানবাহন সোনালী ব্যাংক লিমিটেড সংলগ্ন এবং তুলসীঘাট-সাদুল্লাপুর সড়কে চলাচলকারী যানবাহন উপজেলা পোষ্ট অফিস সংলগ্ন এলাকা থেকে যাত্রী উঠা-নামা করবেন। এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহি কর্মকর্তার আদেশ জারি করা হয়।

যানজট নিরসনে উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ ও উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান খন্দকার, শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, উপজেলা বনিক সমিতির সভাপতি সফিউল ইসলাম স্বপন, উপজেলা জাসদের সভাপতি হাফিজার রহমান বাদল, ওর্য়াকার্স পার্টির সভাপতি কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিউল আলম, সাদুল্লাপুর বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনশাদ আলী সরকার, কিংশুক সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক মাহমুদুল হক মিলন প্রমূখ।

তারা পৃথক পৃথকভাবে জানান, উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ প্রশংসার যোগ্য। সকল পর্যায়ের জনগন সাদুল্লাপুরের সুন্দর পরিবেশ রক্ষার্থে এই পদক্ষেপ সফল করতে সকল প্রকার সহযোগিতা করবেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...