শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:২৭, ৩ জুন ২০২০

মুক্তিযোদ্ধার তালিকায় নতুন করে নাম এলো যাদের

মুক্তিযোদ্ধার তালিকায় নতুন করে নাম এলো যাদের

এক হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে মঙ্গলবার গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ গেজেট প্রকাশ করা হয়।

মুক্তিযোদ্ধাদের এ গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ওয়েবসাইটে পাওয়া যাবে।

আসুন দেখে নেয়া যাক, কোন জেলায় কে পেলেন এই স্বীকৃতি। নিচে জেলাগুলোর নাম ও তালিকা তুলে ধরা হলো। তালিকা দেখতে জেলার নামের ওপর ক্লিক করুন।

ব্রাহ্মণবাড়িয়া।

বগুড়া।

বরিশাল-১।

বরিশাল-২।

চাপাইনবাবগঞ্জ।

চট্টগ্রাম।

দিনাজপুর।

ফরিদপুর।

ফেনী।

গাইবান্ধা।

গাজীপুর।

গোপালগঞ্জ।

হবিগঞ্জ।

জামালপুর।

জয়পুরহাট।

ঝালকাঠি।

কিশোরগঞ্জ।

কুড়িগ্রাম।

লালমনিরহাট।

মাদারীপুর।

মৌলভীবাজার।

ময়মনসিংহ।

নওগাঁ।

নাটোর।

নেত্রকোনা।

নীলফামারী।

নোয়াখালী।

নরসিংদী।

পঞ্চগড়।

রাজবাড়ী।

রংপুর।

শরীয়তপুর।

শেরপুর।

সিরাজগঞ্জ।

সুনামগঞ্জ।

টাঙ্গাইল।

প্রায় দেড় লাখ আবেদন থেকে তিন ধাপে দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে এ গেজেট প্রকাশ করা হয় বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ তালিকা অনুমোদন হয়। নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের দেয়া সব সুযোগ-সুবিধা পাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে ২ লাখ ২ হাজার মুক্তিযোদ্ধা সরকারি ভাতা পাচ্ছেন। নতুন স্বীকৃতি পাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সংখ্যা হলো ২ লাখ ৩ হাজার ৫৬ জন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ