শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:৩৩, ৯ মার্চ ২০২০

মাস্কের দাম বেশি নিলে ভ্রাম্যমাণ আদালতকে অভিযানের নির্দেশ

মাস্কের দাম বেশি নিলে ভ্রাম্যমাণ আদালতকে অভিযানের নির্দেশ

মাস্ক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। তবে মাস্ক নিয়ে পেঁয়াজের মতো ব্যবসা হচ্ছে কি না সে বিষয়ে তদারকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আরো বলা হয়েছে, কেউ যাতে বেশি দাম না নিতে পারেন এবং মজুত না করতে পারেন এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

সোমবার করোনাভাইরাস প্রতিরোধে নেয়া পদক্ষেপ- সম্পর্কিত প্রতিবেদনের ওপর শুনানিতে আদালত এসব কথা বলেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়।

এছাড়া হাইকোর্ট এলাকায় লোক সমাগম ঠেকাতে কি করা- সে বিষয়ে সিনিয়র আইনজীবীদের পরামর্শ চেয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ আইনজীবীসহ সবাইকে মেনে চলতে হবে।

করোনাভাইরাস চিহ্নিত হওয়ার পরপরই বাজারে স্যানেটাইজার ও মাস্ক মিলছেনা বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, করোনা প্রস্তুতিতে আমাদের ব্যাপক ঘাটতি রয়েছে। 

এদিকে, আপিল বিভাগে আপাতত লোক সমাগম কমানোর আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ