শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৩০, ৫ নভেম্বর ২০২০

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার বিকল্প নেই-ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার বিকল্প নেই-ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, সুখী-সুন্দর জীবন গড়ে তুলতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার বিকল্প নেই। তাই সমাজের সকল পর্যায়ের মানুষকে মাদক বিরোধী ভূমিকা রাখতে হবে।

গতকাল বিকেলে গাইবান্ধা শহরের প্রফেসর কলোনীস্থ ইউএসএস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরো বলেন, সরকার বেকারদের কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নিয়েছে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

ওই নিরাময় কেন্দ্রের নির্বাহী প্রধান মো. শাহাদত হোসেন মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান প্রমুখ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ