বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৫৮, ২৯ অক্টোবর ২০১৯

ব্রেক্সিট: পার্লামেন্টে জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ

ব্রেক্সিট: পার্লামেন্টে জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ

প্রধানমন্ত্রী বরিস জনসনের দেয়া আগাম নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট।  আগামী ১২ ডিসেম্বর চেয়ে দেয়া তার প্রস্তাব প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও ওই দিনেই নির্বাচন আয়োজন করতে নতুন করে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী এখন এমন একটি বিল আনবেন যেটি পাস হতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট।  দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর সম্প্রতি ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইইউ-জনসন সমঝোতা হলেও ব্রিটিশ পার্লামেন্টে তা অনুমোদন পায়নি। পার্লামেন্ট প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনার পক্ষে অবস্থান নিলেও জনসনের পক্ষ থেকে আলোচনা তিন দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেয়ার যে প্রস্তাব তোলা হয়, তা ৩২২-২০৮ ভোটে নাকচ হয়ে যায়। ফলে জনসনকে তাকিয়ে থাকতে হয় ইইউর পরবর্তী পদক্ষেপের দিকে। সোমবার ইইউ-এর পক্ষ থেকে ব্রেক্সিট কার্যকরের পূর্বনির্ধারিত সূচি ৩১ অক্টোবর থেকে ৩ মাস বাড়িয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়।

সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আগাম নির্বাচনের প্রস্তাবের পক্ষে ২৯৯টি ভোট পড়েছে এবং বিপক্ষে ভোট পড়েছে ৭০টি। যা প্রয়োজনীয় ভোটের সংখ্যার তুলনায় অনেক কম।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি তাড়াতাড়ি নির্বাচন পেতে তার প্রয়াস অব্যাহত রাখবেন। এমপিদের বলেছেন, বর্তমান অচলাবস্থা ভেঙে যেতে হবে। এককভাবে অথবা অন্য কোনো ভাবে।

বরিস জনসন যে নতুন আইন প্রস্তাব করছেন, তা অনুমোদনের জন্য নিম্ন প্রান্তিকের প্রয়োজন হবে। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটস এবং এসএনপি প্রস্তাব দিয়েছে যে, তারা এটি সমর্থন জানাতে পারে। তবে তারিখ নিয়ে বিতর্ক রয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ