শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৪:১৬, ১১ মে ২০২০

বিরক্তিকর মেইল থেকে রক্ষায় মাইক্রোসফটের ফিচার

বিরক্তিকর মেইল থেকে রক্ষায় মাইক্রোসফটের ফিচার

মাইক্রোসফটের মেইল সেবামেইলের 'রিপ্লাই অল' ফাংশনটি প্রেরক ও প্রাপক উভয়ের জন‌্য বিরক্তিকর হতে পারে। যখন কেউ রিপ্লাই অল বাটন চাপেন, তখন সেটি অন‌্যদের কাছে গিয়ে স্প‌্যাম মেইল হিসেবে বিরক্ত তৈরি করতে পারে। অনেকে আবার ভুলে একজনকে মেইল পাঠাতে গিয়ে সবাইকে রিপ্লাই করে বসেন। মাইক্রোসফট এ সমস‌্যার সমাধান এনেছে।

মাইক্রোসফটের একটি অফিশিয়াল ব্লগে বলা হয়েছে, এটি বিশ্বব্যাপী অফিস ৩৬৫ ব‌্যবহারকারীদের জন‌্য রিপ্লাই অল স্ট্রম প্রটেকশন ফিচার চালু করছে। এক ঘণ্টার মধ‌্যে ১০ বার যদি রিপ্লাই অল ব‌্যবহার করে ৫ হাজার জনের বেশি কাউকে মেইল করা হয় তবে তা ব্লক করে দেবে ফিচারটি। চার ঘণ্টার জন‌্য মেইলের রিপ্লাই সুযোগ বন্ধ করে দেবে এবং ব‌্যবহারকারীকে শান্ত থাকতে বলবে।

মাইক্রোসফট জানিয়েছে, শুরুতে বড় প্রতিষ্ঠানের জন‌্য এ ফিচারটি চালু করার কথা ভাবলেও এটি ছোট প্রতিষ্ঠান ও অফিস ৩৬৫ ব‌্যবহারকারীদের জন‌্য পরিবর্তন আনবে।

২০১৯ সালে ফিচারটির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ১৯৯৭ সাল থেকে এটি নিয়ে কাজ করছে মাইক্রোসফট।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ