শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:১৬, ১৯ মার্চ ২০২০

বিদেশফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ

বিদেশফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ

বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন হাবিবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

বিশ্বব্যাপী মহামারিতে পরিণত করোনাভাইরাস গত ৮ মার্চ শনাক্ত হয়েছে বাংলাদেশেও। এরপর প্রায় প্রতিদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিনজন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ