শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪৭, ২১ মার্চ ২০২১

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়-একটি ইতিহাস -ডেপুটি স্পীকার

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়-একটি ইতিহাস -ডেপুটি স্পীকার

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট আলহাজ্ব ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। বঙ্গবন্ধু এদেশ স্বাধীন না করলে গোটা জাতি আজও পরাধীনতার শৃংখলে আবদ্ধ থাকত। কেউ স্বাধীনভাবে চলতে পারতনা, কথা বলতে পারতনা।

তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর যোগ্য উত্তরসুরী ৪ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবন্ধ হয়ে দেশের উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে একযোগে কাজ করে যেতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গত শুক্রবার বিকেলে নাকাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় ঢাকা থেকে মোবাইল ফোনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধূরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার।

নাকাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপনের পরিচালনায় উক্ত জনসভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডভোকেট সুলতান আলী মন্ডল, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান একেএম মোখছেদ চৌধুরী বিদ্যুৎ, সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়অমীলীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুনু, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, নাকাইহাট কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান, নাকাইহাট হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আশরাফুল আজাদ রাহুল, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান আজাদ, খ ম সাজু ও আজিজুল ইসলাম সাবু, আনিছুর রহমান রানা, আশরাফুল আলম মন্ডল শাহিন ও আমিরুল ইসলাম, আলম প্রধান, শাহ আলী চৌধুরী রকি, জালাল উদ্দিন রুমী, ফরহাদ আলী, আইয়ুব আলী, আব্দুল আজিজ প্রমূখ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ