শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৯:০৬, ১৩ জুলাই ২০২০

ফুলছড়ি নিম্নাঞ্চলের ১৬ গ্রামের মানুষ পানিবন্দি

ফুলছড়ি নিম্নাঞ্চলের ১৬ গ্রামের মানুষ পানিবন্দি

উজানের ঢল আর স্থানীয়ভাবে প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদের পানি হুহু করে বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নিম্নাঞ্চলের ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি প্রবেশ করায় ইতোমধ্যে ওইসব গ্রামের মানুষ গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছে। 

দ্বিতীয় দফার বন্যায় উপজেলার সৈয়দপুর ঘাট হতে বালাসীঘাট পর্যন্ত পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকায় আবারও ভাষারপাড়া ও মাঝিপাড়া গ্রামের অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এ কারণে ঐ এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

অপরদিকে, বন্যার পানিতে গাইবান্ধা-বালাসী সড়কের আধা কিলোমিটার এলাকা আবারও তলিয়ে গেছে। এদিকে, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার উত্তর উড়িয়া, রতনপুর, কাবিলপুর, ভাষারপাড়া, রসুলপুর, খলাইহাড়া, মাঝিপাড়া, ছাতারকান্দি, বাজে তেলকুপি, বুলবুলির চর, কাউয়াবাধা, উজালডাঙা, কৃষ্ণমনি, পূর্ব খাটিয়ামারী, জিয়াডাঙা, নামাপাড়া গ্রামের লোকজনের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। 

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ফুলছড়ির তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ