বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৫৮, ২০ জুলাই ২০২০

ফুলছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতাবৃদ্ধি শীর্ষক সেমিনার

ফুলছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতাবৃদ্ধি শীর্ষক সেমিনার

গাইবান্ধার ফুলছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা, বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনেই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘জেনে শুনে বিদেশ যাই। অর্থ, সম্মান দুটোই পাই’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আবুল কালাম শামসুদ্দিন।

গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক নেছারুল হক, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, সাংবাদিক শাহ আলম যাদু, হাবিবুর রহমান, বিমল কুমার, ওমর ফারুক রনি প্রমূখ।

 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ