শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:১০, ৬ ডিসেম্বর ২০১৯

ফুলছড়িতে দুইটি ইউনিয়নের ভিজিডি বিষয়ক গণশুনানি

ফুলছড়িতে দুইটি ইউনিয়নের ভিজিডি বিষয়ক গণশুনানি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুইটি ইউনিয়নের ভালরানেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্যক্রম বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিপিডি ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ তত্ত্বাবধানে এসকেএস ফাউন্ডেশনের রিকল ২০২১ প্রকল্পের আয়োজনে ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতায় উপজেলার গজারিয়া ও ফুলছড়ি ইউনিয়নের ভিজিডি বিষয়ক এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পাপিয়া সুলতানা, ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, এসকেএস ফাউন্ডেশনের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী বাহারাম খান, সিবিও নেতা রফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান প্রমুখ। গণশুনানির শুরুতে উপজেলার গজারিয়া ও ফুলছড়ি ইউনিয়নের ভিজিডি’র তালিকা প্রণয়ণ বিষয়ে ২৫জন সিবিও দলনেতা সরেজমিন জরিপ রিপোর্ট উপস্থাপন করেন সিবিও নেতা রফিকুল ইসলাম।

শুনানিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ভিজিডি উপকাভোগী, এনজিও প্রতিনিধি, গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের প্রতিনিধি, গজারিয়া ও ফুলছড়ি ইউনিয়নের ইউপি সদস্য এবং কমিউনিটি, সুশীল সমাজ ও মিডিয়া প্রতিনিধির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ