শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১০, ৭ অক্টোবর ২০২০

ফুলছড়িতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

ফুলছড়িতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

'মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে গত ১ অক্টোবর থেকে দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার ফুলছড়িতে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালী-সিংড়িয়া সড়কে রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী বেগম মাহমুদা রোজী, সারোয়ার জাহান, লাইভলী হুড অফিসার খন্দকার জাকির হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে মাসজুড়ে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ চলবে বলে জানান উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু। তিনি বলেন এ উপজেলার সাতটি ইউনিয়নে ৭০ জন রক্ষণাবেক্ষণ কর্মী পর্যায়ক্রমে ১৪০ কিলোমিটার গ্রামীন রাস্তা সংস্কার করবেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ