শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৪:৫২, ১৪ নভেম্বর ২০১৯

প্রাথমিক সমাপনীতে অংশ নিচ্ছে ২৯ লাখ শিক্ষার্থী

প্রাথমিক সমাপনীতে অংশ নিচ্ছে ২৯ লাখ শিক্ষার্থী

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী রোববার। এ পরীক্ষায় অংশ নেবে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থী। 

যেসব এলাকা ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্ত হয়েছে সেসব এলাকার পরীক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, এ পরীক্ষায় দায়িত্বে পালনে অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ