শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২০

‘প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় অর্থনীতির চাকা সচল’ -ডেপুটি স্পিকার

‘প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় অর্থনীতির চাকা সচল’ -ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয় বিশ্বের নেতা। শেখ হাসিনা আজকে যা চিন্তা করেন বিশ্বের অন্য দেশ তা আগামী দিনে চিন্তা করে।  সারা বিশ্ব যখন করোনায় বিধ্বস্ত, আল্লাহর রহমতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। দেশে করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় বর্তমানে অর্থনীতির চাকা সচল রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সাঘাটা উপজেলা অডিটেরিয়ামে প্রধানমন্ত্রীর নিজস্ব ত্রান তহবিল থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার নন-এমপি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মাঝে ১৩ লাখ ৭৬ হাজার টাকা করোনাকালীন সহায়তার চেক বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

ডেপুটি স্পিকার আরো বলেন, নন এমপিও মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেকেই লেখাপড়া করে সফলতা অর্জন করেছে। এ বিষয়ে চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন এমপিও শিক্ষকদের জন্য ৫ হাজার করে টাকা প্রণোদনার ব্যবস্থা করেছেন। তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সকলে নামায পড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা, দেশ ও জাতির কল্যাণে দো’য়া করবেন।

পরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন করেন ডেপুটি স্পীকার। এছাড়া উপজেলা যুবলীগের আয়োজনে গাছের চারা বিতরনসহ দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা চেয়াম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, সাঘাটা উপজেলা কৃষি অফিসার মো. সাদেকুজ্জামান, জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহবুবার রহমান প্রমুখ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু