শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৪২, ৮ নভেম্বর ২০১৮

পোলার্ডের এ কেমন আচরণ

পোলার্ডের এ কেমন আচরণ

ভারত-উইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ঘটনা। তখন খেলা চলছিল ১১তম ওভারের। ব্যাট হাতে স্ট্রাইক এন্ডে ছিলেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। আর বল হাতে আক্রমণে ছিলেন জসপ্রিত বুমরাহ।

ভারতীয় এই পেসারের করা ওভারের চতুর্থ বলটি মারতে গিয়ে পোলার্ডের ব্যাটের কানায় লেগে ওঠে যায় আকাশে। কিছুটা এগিয়ে গিয়ে নিজের বলে নিজেই ক্যাচটি তালুবন্দী করতে যান বুমরাহ। বুমরাহ যখন ক্যাচ ধরতে উদ্যত, ঠিক তখনই পোলার্ড তার সামনে এসে কায়দা করে হাতটা উপরে তোলেন।

উদ্দেশ্য ছিল, নিজের হাত সরিয়ে বুমরাহকে কিছুটা বিব্রত করা কিংবা তার ফোকাস নষ্ট করে দেওয়া। অবশ্য এমন অদ্ভুত চেষ্টার পরও পোলার্ডের ক্যাচটি মিস করেননি বুমরাহ। তবে ক্যারিবীয় তারকার এমন অখেলোয়াড়োচিত আচরণে বিস্মিত হয়ে যান ভারতীয় এই পেসার।

ক্যারিবীয় তারকার এমন অখেলোয়াড়োচিত আচরণে বিস্মিত হয়ে যান বুমরাহ। ছবি: সংগৃহীত

আর হবেনই বা না কেন? আরেকটু হলে তো ক্যাচটাই মিস হয়ে যেত। বিষয়টি যে ভালোভাবে নেননি বুমরাহ, সেটা তার চেহারাতেই তখন স্পষ্ট লক্ষ করা যায়। পোলার্ডের আচরণে ক্ষুব্ধ ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। আম্পায়ারের সঙ্গে এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় তাকে।

উইন্ডিজকে ওই ম্যাচে ৭১ রানে হারিয়ে সিরিজ জিতলেও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলোতে  চলছে পোলার্ড কাণ্ড নিয়ে নিন্দার ঝড়। সমর্থকদের মতে, ক্রিকেট ভদ্রলোকের খেলা। তাই এখানে ভদ্র আচরণ করাই উচিত। এমন অক্রিকেটীয় আচরণকারীদের কঠিন শাস্তিও দাবি করছেন ভারতীয় সমর্থকরা।

এবারই অবশ্য প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটসম্যানকে খেলা চলাকালীন মাথা গরম করতে দেখা গেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে তো একবার রাগের বশে বোলার মিচেল স্টার্কের দিকে ব্যাটও ছুড়ে মেরেছিলেন পোলার্ড।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু