মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৪৮, ৯ মে ২০২০

পিতৃহীন দরিদ্র ছাত্রীর ধান কেটে দিলেন শিক্ষকরা

পিতৃহীন দরিদ্র ছাত্রীর ধান কেটে দিলেন শিক্ষকরা

পিতৃহীন দরিদ্র শিক্ষার্থীর এক একর জমিতে ধান পাকলেও তা কাটা যাচ্ছিল না শ্রমিক সংকটে। কিন্তু এ সমস্যার সহজ সমাধান দিয়েছেন শিক্ষকরা। একজোট হয়ে শিক্ষকরা শুক্রবার কেটে দিয়েছেন ছাত্রীর জমির ধান।

ঘটনাটি বাগেরহাটের চিতলমারী উপজেলার। করোনা পরিস্থিতিতে সেখানে বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা এক অসহায় শিক্ষার্থীর পরিবারকে এভাবেই সহযোগিতা করেছেন। 

জানা যায়, উপজেলার বাশবাড়িয়া গ্রামের মৃত প্রসুন মল্লিকের মেয়ে নিবেদিতা মল্লিক এবছর এসএসসি পরীক্ষার্থী। তাদের এক একর জমির ধান পাকলেও শ্রমিক সংকটে তা কাটতে পারছিল না। বিষয়টি নিবেদিতা তার প্রধান শিক্ষককে জানায়। এরপর শুক্রবার শিক্ষক কর্মচারীরা সবাই মিলে এ জমির ধান কেটে দেন।

বাহির দশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী সরকার বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী নিবেদিতা ধান কাটার চিন্তায় ঠিকমতো লেখাপড়ায়করতে পারছিল না। তার পরিবারের সহযোগিতায় আমরা ধানকাটার কাজ করে দিয়েছি।’

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়