শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৩:৫৭, ১৬ নভেম্বর ২০১৯

পাকিস্তানে পুলিশের গাড়িতে ফের বোমা হামলা

পাকিস্তানে পুলিশের গাড়িতে ফের বোমা হামলা

পাকিস্তানে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ফের বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। শুক্রবার রাতে কোয়েটার বুলেলি অঞ্চলে এ ঘটনা ঘটে। এ হামলায় আহত হয়েছেন অনেকেই। এছাড়া বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে বলে জানায় দেশটির গণমাধ্যম।

দেশটির পুলিশ র্কতৃপক্ষ জানায়, কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকেই পাকিস্তানে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, জঙ্গিরা পাকিস্তানের সাধারণ মানুষকেই টার্গেট করেই এ হামলা চালায়। যদিও পুলিশের গাড়িকে টার্গেট করেই এই হামলা হয় বলে জানা গেছে। পাকিস্তানের পুলিশ প্রশাসন ছাড়াও বিস্ফোরণের পরেই গোটা এলাকার দখল নিয়েছে ফ্রন্টিয়ার কর্পোসের অফিসাররা। 

এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিস্ফোরণ বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন তারা। কীভাবে এই বোমা হামলা হলো তা খতিয়ে দেখবেন তারা। উল্লেখ্য, গত সোমবারও এই কোয়েটায় বিস্ফোরণে নয় জন জখম হয়েছিলেন। এর মধ্যে তিন জনই ছিল পুলিশকর্মী। ওই বিস্ফোরণেও টার্গেট ছিল পুলিশের গাড়ি। 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ