মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

পাঁচ পানীয় রাতে খেলেই ওজন কমবে তরতরিয়ে

পাঁচ পানীয় রাতে খেলেই ওজন কমবে তরতরিয়ে

শরীরের বাড়তি ওজন নিয়ে সবাই দুশিন্তায় থাকেন। শারীরিক কসরত আর কঠোর ডায়েট কিছুতে কমছে না ওজন। তাহলে ডায়েটের পাশাপাশি আপনি পানীয় পান করতে পারেন।

গবেষকরা বলছেন, রাতে কিছু নিয়মিত অভ্যাসই পারে ওজন কমাতে। এজন্য রাতের খাবারে আনতে হবে পরিবর্তন। রাতে হালকা খাবার খান। এতে করে আপনার ওজন বাড়বে না। সঙ্গে এই পানীয়গুলো পান করা শুরু করুন। তবে ধৈর্য ধরুন। প্রাকৃতিক পানীয় শরীরে একটু ধীরে কাজ করে। তবে চলুন জেনে নিন পানীয়গুলো কীভাবে বানাবেন-

গাজর আদার পানীয়
একটি গাজর সঙ্গে শসা, ফ্রেশ আদা নিয়ে নিন। ব্লেন্ডারে দিয়ে বেল্ড করুন। সঙ্গে কয়েকটি তাজা পুদিনা পাতা মেশান। এবার এই পানীয় রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন।

গ্রিন টি
রাতে ঘুমানোর আগে এক কাপ গ্রিন টি খেতে পারেন। 

জিরা চা
জিরা চাও এই ক্ষেত্রে খুবই উপকারী। ঘন্টাখানিক জিরা ভিজিয়ে রাখুন। এবার ফুটিয়ে চা তৈরি করুন। 

মেথি চা 
মেথি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ফ্যাট বার্ন হয় দ্রুত। একগ্লাস মেথির পানি দিনের যেকোনো সময় খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্রাকৃতিক উপায়ে ডিটক্স হবে আপনার শরীর। প্রতিদিন রাতে এটি খেলে ওজন কমবে দ্রুত।

শশার স্মুদি
শশার স্মুদি বানিয়ে খেতে পারেন। তবে খোসাটা ফেলে দেবেন না। এর সঙ্গে ধনিয়া পাতা পেস্ট করে নিন। এবার পান করুন। 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়