শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:২৮, ২২ এপ্রিল ২০২১

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ
দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ নির্দেশে বুধবার (২১ এপ্রিল) বুধবার (২১ এপ্রিল) দুপুর থেকে ইফতার পূর্ব পর্যন্ত এসব খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের বাড়ি-বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এসময় যথাযথ সরকারি স্বাস্থবিধি অনুসরনের পরামর্শসহ মাস্ক বিতরন করা হয়।
স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নেতা পলাশবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহেল কাফী মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন বাবু, আবু রায়হান কবির লিমন, পরিচয় কৃষ্ণ রায় ও মেহেদী হাসান মেহেদীসহ অন্যান্যদের সমন্বয়ে গঠিত পৃথক তিনটি টীম চাল, আলু, পোটল, টমেটো ও মিষ্টি কুমড়াসহ এসব খাদ্য সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করেন।
সংগঠন সূত্র জানায়, আগামী ২৫ রমজান থেকে পৌর এলাকার ২৪ গ্রামের গরীব-দুঃখী-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ