শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২০

পলাশবাড়ীতে বিআরডিবি’র ঋণ ও গাছের চারা বিতরণ

পলাশবাড়ীতে বিআরডিবি’র ঋণ ও গাছের চারা বিতরণ

পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অধিনে ২৪জন সদস্যের মাঝে ২০ হাজার টাকা করে ঋণ বিতরণ ও ৩০ জন উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বিআরডিবি’র আওতায় একটি পুরুষ সমিতির ২৪জন সদস্যকে দেশীয় মুরগী পালনের উপর ১৫ দিনের প্রশিক্ষণ প্রদান করে তাদের মাঝে ২০ হাজার করে টাকা ঋণ প্রদান করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বিআরডিবির হলরুমে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, হাসানুজ্জামান ও ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।

অপরদিকে, বিআরডিপি চত্তরে উপজেলার ৩০ জন উপকারভোগীর মাঝে একটি করে আম, পেয়ারা ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ