বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৫২, ৩ আগস্ট ২০২০

পলাশবাড়ীতে অবৈধ লটারী খেলা বন্ধ করে দিল থানা পুলিশ

পলাশবাড়ীতে অবৈধ লটারী খেলা বন্ধ করে দিল থানা পুলিশ

প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সীমান্ত ঘেষা করতোয়া নদীর পারে পর্যটকদের উপস্থিতি ছিলো লক্ষ করার মত। সৌন্দর্য বর্ধিত এই এলাকায় ইতোমধ্যেই পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি নন্দন পর্যটন এলাকা করার লক্ষে উদ্যোগ গ্রহন করেছে। আবার সম্প্রতি এই এলাকায় করতোয়া পাড়া আম বাগান স্মৃতি হাট ও বাজার স্থাপিত হওয়ায় জনসমাগম অতীতের যে কোন সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এদিকে গত দুই দিন থেকে ওই এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রয়ের পাশাপাশি একটি বিশাল চক্র বাশ দিয়ে ঘিরে লটারীর নামে প্রতারনার মাধ্যমে সাধারণ মানুষের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলো।

ঈদের দিন তারা ঘোড়াঘাট সীমানায় অবস্থান করলে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম তা বন্ধ করে দেয়।এদিকে ঈদের ২য় দিন তারা স্থান পরিবর্তন করে পলাশবাড়ীর সীমানায় বিশাল আকারে লটারীর স্থান করে নিয়ে সকাল থেকে সন্ধা পর্যন্ত এই খেলা চালিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের নির্দেশে এস আই হাসিব সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে আয়োজকরা দিকবিদিক ছোটাছুটি করে পালিয়ে যায়। পরে পুলিশ বাশ দিয়ে ঘেরা উল্লেখিত স্থানটি ভেঙ্গে লটারী বন্ধ করে দেয়।

ঘোড়াঘাট থানার ওসি আমিরল ইসলাম জানান মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষনা করেছে। একই সুরে কথা বলেন পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান মাসুদ তিনি বলেন মাদক জুয়া সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দুই থানা পুলিশ যৌথ পদক্ষেপ দুই উপজেলার সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

দেশজুড়ে আরো ৩ দিন হিট অ্যালার্ট জারিন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবদলে গেল গাইবান্ধার ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধন