শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২০

পলাশবাড়ী রাঙ্গামাটি বিলে মৎস্য অধিদপ্তরের পোনা মাছ অবমূক্তকরণ

পলাশবাড়ী রাঙ্গামাটি বিলে মৎস্য অধিদপ্তরের পোনা মাছ অবমূক্তকরণ

মৎস্য অধিদপ্তরাধীন রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে “অব্যবহৃত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ” এর অংশ হিসেবে পলাশবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়।

১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে রাঙ্গামাটি বিলে এ পোনা মাছ অবমুক্ত করেন। এসময় রংপুর মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক আতাউর রহমান খান, গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর দাইয়ান, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।

উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত রাঙ্গামাটি বিলে ১৬’শ কেজি রুই জাতীয় পোনামাছ অবুমুক্তকরণ করা হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ