শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:৫৪, ২৪ নভেম্বর ২০২০

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ৪ জনের মনোনয়ন প্রত্যাহার

গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ৪ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) শেষদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেন প্রার্থীরা। এরা হলেন, ৩ নম্বর ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক ও শাহজাহান মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে রাজু মিয়া এবং ৮ নম্বর ওয়ার্ডে ইছাহাক আলী আকন্দ।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বক্কর প্রধান, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও আমিনুল ইসলাম দুদু। এরমধ্যে যাচাই-বাছাইয়ে আমিনুল ইসলাম দুদুর মনোনয়ন বাতিল হলেও আপিলে প্রার্থীতা ফিরে পান।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব বাংলানিউজকে জানান, বর্তমানে ৬ মেয়রসহ মোট প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১১২ জনে। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৮৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২২।

২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর এলাকার ১৬টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটার নারী-পুরুষ তাদের ভোট দেবেন।

পলাশবাড়ী উপজেলার বিলুপ্ত ৩ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের সমুদয় ১৯ গ্রামসহ পৃথক ৩ ইউনিয়ন এলাকার মোট ২৪ গ্রাম নিয়ে এ পৌরসভা গঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৫ জন এবং নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ২৬৮ জন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু