মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:২৭, ২২ সেপ্টেম্বর ২০২০

পলাশবাড়ীতে সরকারি প্রা: বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন

পলাশবাড়ীতে সরকারি প্রা: বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের ১নং গৃধারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন স্থাপনের শুভ-উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম সরকার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ও এ্যাকটিভ পাওয়ার ৫৫ লিমিটেডের ইঞ্জিনিয়ার হাসান ইমাম রাসেলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; উপজেলায় মোট ২১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন এ্যাকটিভ পাওয়ার ৫৫ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়