শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৫২, ১ এপ্রিল ২০২০

পলাশবাড়ীতে করোনায় কর্মহীনদের নিত্যপণ্য ও খাদ্যসামগ্রী বিতরণ

পলাশবাড়ীতে করোনায় কর্মহীনদের নিত্যপণ্য ও খাদ্যসামগ্রী বিতরণ

করোনায় বিধি নিষেধের কারণে গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। এ অবস্থায় ঘরবন্দি কর্মহীনদের নিত্যপণ্য ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে পলাশবাড়ী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পলাশবাড়ী উপজেলায় মুন্সীগঞ্জ থেকে আগত বেদে সম্প্রদায়ের কর্মহীন ৯ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। এসময় করোনা সংক্রমণরোধে মাস্ক ও শারীরিক দুরত্ব বজায় রাখাসহ সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান তারা।

অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক এবং সংশ্লিষ্টদের জন্য ৫০ সেট সুরক্ষা পোশাক ইউএইচএফপিও’র কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ