শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:৩৪, ১ মে ২০২০

পলাশবাড়ীতে করোনা নিয়ে দায়িত্বপ্রাপ্ত সচিবের সাথে জরুরী সভা

পলাশবাড়ীতে করোনা নিয়ে দায়িত্বপ্রাপ্ত সচিবের সাথে জরুরী সভা

গাইবান্ধার পলাশবাড়ীতে করোনা পরিস্থিতি নিয়ে গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নুর-উর-রহমান এর সাথে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত উপজেলা কমিটির এক জরুরি সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সচিব নূর-উর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমাদের সাহস একসাথে কাজ করলে চলমান করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা অবশ্যই জয়ী হবো ইনশাআল্লাহ। তিনি বিচক্ষণতার সাথে একের পর এক সময়োপযোগী নির্দেশ প্রদান করে যাচ্ছেন আমাদের। সবসময় প্রতিটি মূহুর্ত স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করলে করোনাভাইরাসের এই যুদ্ধে আমরাই জয়ী হব। একাত্তরের বিভীষিকাময় অস্ত্রযুদ্ধে যেভাবে জয়ী হয়েছিলাম। তেমনি করে স্রষ্টার মহিমায় চলমান যুদ্ধেও জয় আমাদের আসবেই-আসবে।’

তিনি বলেন, ‘দেশে নানা সময় নানা ক্রান্তিকালে প্রতিটি দূর্যোগপূর্ণ মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তবনির্ভর সময়োপযোগী নির্দেশনায় আমরা বরাবরই জয়ী হয়েছি। এ যুদ্ধেও এর ব্যতিক্রম ঘটবে না।এই মূহুর্তে অন্ততঃ একটি জায়গায় মানুষকে আরো অধিক সচেতন করে তুলতে হবে। তাহলো ঘরেই থাকা-মাস্ক ব্যবহার-ঘনঘন হাত ধোয়া এবং সামাজিক নিরাপদ দূরত্ব বজায় অব্যাহত রাখা।’

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে ছোট-খাটো ব্যবসায়ীর দোকান বন্ধ থাকা এবং নিম্ন আয়ের দিনমজুর শ্রেণীর মানুষ কর্মহীন হয়ে পড়ায় বেকার সমস্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ দূর্যোগ শুধু জাতীয় তা বলা যাবে না। গোটা পৃথিবীজুড়ে একই অবস্থা। এসময় আমাদের সম্মিলিত সাহস হারালে চলবে না। ধৈর্যের সাথে ক্রান্তিকাল অতিক্রম করতে হবে। এসব দিকে আমাদের সবসময় দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে রমযান শেষে সামনে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদকে সামনে রেখে স্ব-স্ব এলাকার স্থানীয়রা যারা ঢাকা-গাজীপুর ও নারায়নগঞ্জে রয়েছেন সেখান থেকে তারা এলাকায় আসতে পারেন। সেদিকে সবার সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদেরই অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তারা আমাদেরই স্বজন। তবে অবশ্যই বিশেষ করে তাদের সরকারি সব নির্দেশনা মেলে চলতে হবে। তাদের দিকে কঠোর নজরদারি রাখতে হবে।’

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ'লীগ নেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মাহবুব হোসেন, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকার, পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ্ আলম ছোট বাবা ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম ইসলাম টিটু প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু