বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:২২, ২৫ মার্চ ২০২০

নির্দেশ অমান্য, কিস্তি আদায় করছে গ্রামীণ ব্যাংক

নির্দেশ অমান্য, কিস্তি আদায় করছে গ্রামীণ ব্যাংক

গাইবান্ধায় করোনাভাইরাসের আতঙ্কে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। এ কারণে এই মুহূর্তে কিস্তির টাকা আদায় না করতে এনজিওগুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। তবে এ নির্দেশ অমান্য করে গ্রামীণ ব্যাংক কর্মীরা কিস্তি আদায় করছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাদুল্লাপুর উপজেলার গ্রামীণ ব্যাংক হামিন্দপুর শাখার সদস্যদের ঋণের কিস্তি আদায় করতে দেখা গেছে।

এছাড়াও গ্রামীণ ব্যাংক গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা শাখার সদস্যদেরও কিস্তি আদায় করতে দেখা গেছে।

গ্রামীণ ব্যাংক হামিন্দপুর শাখার ঋণগ্রহীতা জোসনা বেগম জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারছেন না। এ কারণে হাতে টাকা নেই। এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকের কিস্তি আদায় যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

সাদুল্লাপুরের গ্রামীণ ব্যাংক হামিন্দপুর শাখার ম্যানেজার বরুণ কুমার মৃধা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় মঙ্গলবার কিস্তি আদায় করা হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ