বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১৬, ৯ জুলাই ২০২০

দূর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে গাইবান্ধায় ব্যাবসায়ীকে জরিমানা

দূর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে গাইবান্ধায় ব্যাবসায়ীকে জরিমানা

পঁচা বাসী দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর গাইবান্ধা সদরে অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (৯জুলাই) গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর গাইবান্ধার সহকারি পরিচালক আব্দুস সালাম।এ অভিযান পরিচালনায় সহায়তা করেন সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ত্রি মোহনী ও বাদিয়াখালী এলাকায় তিন দোকানে অভিযানে চালিয়ে পৃথক পৃথক ভাবে জরিমানা করেন। তিনি বলেন জেলা প্রশাসকের আদেশক্রমে এ অভিযান পরিচালনা করা হচ্ছে, এতে পচা বাসী দুর্গন্ধযুক্ত গরু মাংস মজুত করে বিক্রি করা,ওজন কম দেয়াসহ নানা অসৎ উপায় অবলম্বনের অভিযোগে সদর উপজেলার বাদিখালীর ভুট্টু মাংস ঘরকে ৩ হাজার টাকা, পাশ্ববর্তী আনিছুর মাংস ঘরে মুল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা ও ত্রিমোহনীর পল্লী প্রগতি ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঔষধ গুদাম জাত ও সংরক্ষন করার অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন, পুলিশসহ সাংবাদিকবৃন্দ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ