শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:৩২, ১২ ডিসেম্বর ২০১৯

ত্বকের রোদে পোড়াভাব দূর করুন নিমিষেই

ত্বকের রোদে পোড়াভাব দূর করুন নিমিষেই

শীতের মৌসুম হলেও রোদের তাপ এসময় কোনো অংশেই কম নয়। কাজের তাগিদে কম বেশি সবাইকেই ঘরের বাইরে যেতে হয়। যার ফলে রোদের তাপ, ধুলা-বালি সব কিছুই ত্বকের উপর খারাপ প্রভাব ফেলে।

এতে সব থেকে বড় যে সমস্যাটি হয় তা হলো, ত্বকে পোড়াভাব দেখা দেয়া। তাই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ঘরোয়া উয়ায়ই যথেষ্ট। খুবই সাধারণ কিছু উপাদানেই এই সমস্যা থেকে চিরিস্থায়ী মুক্তি পাওয়া যাবে। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের রোদের পোড়াভাব দূর করার উপায়-  

প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি
তিলের বীজ, শুকনা পুদিনা পাতা, এক টেবিল চামচ লেবুর রস ও মধু নিন। তিলের বীজ গুঁড়া করে তার সঙ্গে পুদিনার গুঁড়া মেশান। এরপর এতে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাক মুখ ও বাহুতে লাগান। তারপর এটি ত্বকে হাল্কাভাবে মালিশ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।  

> পুদিনা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

> মধু ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক মসৃণ রাখে।

> তিলের বীজ রোদে পোড়াভাব দূর করার পাশাপাশি ত্বকের রঙের ভারসাম্য রক্ষা করে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ